কেউ কেউ বলেন মহিলাদের হিজাব হুজুরদের বানানো পদ্ধতি !!

লিখেছেন লিখেছেন নুসরাত জাহান ১৮ জুলাই, ২০১৪, ০১:১৫:০৬ রাত

আর হে নবী! মু’মিন মহিলাদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থানগুলোর হেফাজত করে আর তাদের সাজসজ্জা না দেখায়, যা নিজে নিজে প্রকাশ হয়ে যায় তা ছাড়া ৷আর তারা যেন তাদের ওড়নার আঁচল দিয়ে তাদের বুক ঢেকে রাখে৷ তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ না করে, তবে নিম্নোক্তদের সামনে ছাড়া স্বামী,বাপ,স্বামীর বাপ, নিজের ছেলে, স্বামীর ছেলে,ভাই,ভাইয়ের ছেলে, বোনের ছেলে,নিজের মেলামেশার মেয়েদের ,নিজের মালিকানাধীনদের, অধীনস্থ পুরুষদের যাদের অন্য কোন রকম উদ্দেশ্য নেই এবং এমন শিশুদের সামনে ছাড়া যারা মেয়েদের গোপন বিষয় সম্পর্কে এখনো অজ্ঞ ৷ তারা যেন নিজেদের যে সৌন্দর্য তারা লুকিয়ে রেখেছে তা লোকদের সামনে প্রকাশ করে দেবার উদ্দেশ্য সজোরে পদক্ষেপ না করে৷হে মু’মিনগণ! তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তাওবা করো,আশা করা যায় তোমরা সফলকাম হবে৷ (সুরা: আন নুর:৩১)

উপরোক্ত আল্লাহর পবিত্র কালাম থেকে আমরা জানতে পারলাম হিজাব পালন করা মহিলাদের জন্য ফরজ যেমন নামাজ আমাদের জন্য ফরজ অথচ অনেক বোন জানে না এই ফরজ ও গুরুত্বপূর্ণ কাজটির কথা!

আমরা মহিলারা অনেকে হিজাব পরছি কিন্তু সাজ সজ্জা করে বাইরে যাচ্ছি ,প্রপার হিজাব পড়ছিনা এবং বলি এরাবিয়ান মহিলারাও তো সাঝ সজ্জা করছে, জাস্ট মাথায় কাপড় দিলেইতো হলো।

আমরা উক্ত কোরআন এর আয়াত পড়লে তা স্পষ্ট বুজতে পারি কোরআন কি বলছে? আবার আমরা অনেকেই আছি বাইরে হিজাব করছি কিন্তূ ঘরে সতর ঢেকে চলছি না.সতর হলো মুখ ও হাতের কব্জি ছাড়া শরীরে বাকি অংশ ঢেকে রাখা। উক্ত আয়াতে উল্লেখিত বাক্তিরা ছাড়া বাকিদের সামনে আমাদেরকে সতর ঢেকে রাখতে হবে সেটি বাসায় অবস্থান করলেও।

আল্লাহ আমাদেরকে তওফিক দান করুন।আমিন।

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245637
১৮ জুলাই ২০১৪ রাত ০৪:১৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম আপুনি। গুরুত্বপূর্ণ পোষ্টির জন্য অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।
245901
১৯ জুলাই ২০১৪ রাত ০২:২৯
আফরা লিখেছেন : আমি আরবীদের মুখেই একথা শুনেছি এগুলো হুজুরা বানিয়ে বলে তাদের সুবিধার জন্য ।
245947
১৯ জুলাই ২০১৪ সকাল ০৯:১৬
ভিশু লিখেছেন : সুম্মা আমীন! চমৎকার এবং কুয়াইট ইস্পেসিফিক কথা!
246811
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
দিশারি লিখেছেন : অনেক ভালো হয়েছে। ধন্যবাদ ।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File